Amazon Pay ICICI Credit Card Apply Online in Bangla 2025: Amazon আই সি আই সি আই ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন। এছাড়াও আপনারা এই ক্রেডিট কার্ডে কি সুবিধা পেতে পারেন। তবে বেশি কথা না বলে চলুন সরাসরি আপনাদের এমাজন আই সি আই সি আই ক্রেডিট কার্ড সম্পূর্ণ প্রসেস আপনাদের জানানো যাক।
এখনকার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি শপিং করেন। তাহলে মোটা অংকের একটি টাকার পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে। এক কথায় বলতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে অনেক টাকা পর্যন্ত ছাড়া পাওয়া যায়। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই ক্রেডিট কার্ডের।
বিষয় | বিবরণ |
---|---|
আজকের আপডেট | Amazon Pay ICICI Credit Card Apply! |
ডকুমেন্ট | প্যান কার্ড, সিগনেচার সাদা কাগছে, এবং কিছু প্রশ্নর উত্তর। |
ব্যাংকের নাম | ICICI Bank Credit Card |
সুবিধা দিছে | Amazone Pay |
Table of Contents
Credit Card Benefits!
যদি আপনার কাছে একটি ক্রেডিট কার্ড থাকে। তাহলে আপনি যদি কোন শপিং মলে শপিং করতে যান। তাহলে সেখানেও অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি amazon থেকে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন। তাহলে আপনি এখানেও ভর্তুকি পেয়ে যাবেন।
এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি ট্রেনের টিকিট বুকিং করেন flight এর টিকিট বুকিং করেন।সেখানেও ছাড় দেওয়া হয়। এমনকি অনলাইনে amazon ছাড়া অন্য কোন প্লাটফর্ম থেকে যদি আপনি কেনাকাটা করেন সেখানেও ছাড় দেওয়া হয়। তবে শর্ত হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে হবে।এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো বলা হয়তো বা একটি পোস্টের মাধ্যমে সম্ভব নয়।
amazon pay icici credit card benefits ?
Amazon icici ক্রেডিট কার্ড যদি আপনি বানিয়ে নেন। তাহলে আপনার জন্য থাকবে একটি ওয়েলকাম রেওয়ার্ড। এখানে আপনি অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। তার মধ্যে অ্যামাজন শপিং, ইলেকট্রিক বিল পেমেন্ট ছাড়, প্রিপেড রিচার্জে ছাড়, পোস্টপেইড রিচার্জ, dth রিচার্জ, ব্রডব্যান্ড বিল, পেমেন্ট গ্যাস, সিলিন্ডার পেমেন্ট।

এমনকি আপনি প্রাইম মেম্বারশিপ পেয়ে যাবেন এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রি | আর এগুলো আপনি amazon আই সি আই সি আই ক্রেডিট কার্ড আবেদন করার সময় দেখতে পেয়ে যাবেন | এর থেকেও যদি আপনি বেশি জানতে চান তাহলে আপনাকে আই সি আই সি আই ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে হবে |
Amazon Pay ICICI Credit Card Apply Online ?
১. সবার প্রথমে আপনি Amazon খুলুন। এবং সেখানে সার্চ বক্স এ ICICI Amazon Credit Card Appply লিখে সার্চ করুন।
২. এখন আপনি নিচে Apply Now লিখা দেখতে পাবেন। তার ওপরে মোবাইল নম্বর দেখতে পাবেন। এখানে Apply Now এর উপরে ক্লিক করবেন।
৩. এর পরে আপনাকে Contact Details দিলে বলা হবে। আপনি এখানে মোবাইলে নাম্বার এবং ইমেল দেখতে পাবেন এখানে থেকে কন্ফার্ম এন্ড proceed এর উপরে ক্লিক করবেন।
৪. এবার আপনাকে Personal Details দিতে বলবে। এখানে প্রথমে প্যান কার্ড নম্বর এর প্রথমের 6টি সংখ্যা বসেবেন এবং ভেরিফাই করবেন। তাহলে নিচে দেখবেন নাম, DOB, জেন্ডার এ গুলো অটোমিটিক নিয়ে নিবে।
৫. এর পরে Address Details দিতে বলবে। এখানে আপনার কারেন্ট এড্রেস এবং অফিস এড্রেস সিলেট করে নিবেন বা বসিয়ে দিবেন। এর পরে কন্ফার্ম এ ক্লিক করবেন।
৬. এর পরে আপনি Apply and Continue বাটান এর ওপরে ক্লিক করবেন।
৭. এখন আপনার থেকে আধার নম্বর বসাতে বলবে। এখানে আপনার আধার নম্বর বসিয়ে দিবেন। এর সাথে আপনি আধার OTP দিয়ে ভেরিফাই করে নিবেন।
৮. ভেরিফাই হয়ে গেলে বেশ কিছু গুরুপত্বপূর্ণ তথ্য আধার থেকে নিয়ে নিবে। এখানে শুধু কিছু তথ্য নিজেকে ফিল করতে হবে।
৯. যেমন দরুন Gender, Marital Status, Mothers Name, Fathers Name, এই তথ্য গুলো বসাতে হবে।
১০. এর পরে Family Reference Details দিতে হবে। এখানে নাম এবং মোবাইল নাম্বার বসিয়ে দিবেন।
১১. এর পরে আধারে থাকা তথ্য মানে ঠিকানা এখানে নিয়ে নিবে। এখানে শুধু আপনাকে কন্ফার্ম করতে হবে এবং আপনার কারেন্ট ঠিকানা আর আধার ঠিকনা যদি একই হয়। তাহলে yes এ ক্লিক করবে।
১২. এখন আপনাকে অফিস এড্রেস দিতে হবে। এর মধ্যে Sub-Occupation, Education, Office Email, Gross Annual Income, Company Name, Designation এ গুলো বসাতে হবে।
১৩. এর পরে সম্পূর্ণ অফিস ঠিকনা দিয়ে দিবেন, আর নিচে Source Of Founds বসাবেন। তার পরে নিচে 3টি ঘরে টিক দিয়ে কন্টিনিউ বাটান এর ওপরে ক্লিক করবেন।
১৪. এবার ডেলিভারি ঠিকনা সিলেট করুন আর কন্টিনিউ তে ক্লিক করুন। এখন আপনার কাছে ব্যাংক স্টাফ লাইনে এসে অপবার সাথে ভিডিও কল এর মাধ্যমে ekyc করাবেন।
১৫. ভিডিও ekyc হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন আপনাকে অপেক্ষা করতে হবে অপ্প্রভ হয়ে প্রজন্ত। অপ্প্রভ হলে কার্ড পেয়ে যাবেন আপনার সিলেট করা ঠিকনাই।
Document Required for Video KYC?
১. সুন্দর ইন্টারনেট সংযুগ থাকতে হবে।
২. অরজিনাল ফিজিক্যাল প্যান কার্ড থাকতে হবে।
৩. পেন এবং ব্ল্যাক হোয়াট পেপার থাকতে হবে। কারণ লাইভ স্বাক্ষর করে দেখাতে হবে।
৪. আর ক্যামেরা ও মাইক্রোফোন লোকেশন এর সেটিং চালু রাখতে হবে।
Amazon Pay ICICI Credit Card Apply ! অ্যামাজন ICICI ক্রেডিট কার্ড আবেদন
Amazon Pay ICICI Credit Card Apply Online in Bangla 2025: Amazon আই সি আই সি আই ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন | এছাড়াও আপনারা এই ক্রেডিট কার্ডে কি সুবিধা পেতে পারেন | তবে বেশি কথা না বলে চলুন সরাসরি আপনাদের এমাজন আই সি আই সি আই ক্রেডিট কার্ড সম্পূর্ণ প্রসেস আপনাদের জানানো যাক |