PM Kisan 21st Instalment – কৃষকদের টাকা দেবার তারিখ দেখুন!

By Rohim Sk

Published on:

PM Kisan 21st Instalment Release

PM Kisan 21st Instalment Release Date and Time: প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের ২১ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে দুই হাজার টাকা। এছাড়াও কোন কোন কৃষকরা এবারে ২১তম কিস্তির টাকা পাবে। সমস্ত তথ্যটাই আপনারা আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা রয়েছেন। সেই সমস্ত প্রতিটা কৃষকদের ব্যাংক একাউন্টে বছরে তিনবার দুই হাজার টাকা করে সর্বমোট 6 হাজার টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। তবে এবারই অনেক কৃষক এই প্রকল্পের সুবিধা পাবে না।

বিষয়বিবরণ
আজকের আপডেটPM Kisan 21st Instalment – কৃষকদের টাকা দেবার তারিখ দেখুন
প্রকল্পের নামপ্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি ( PM Kisan )
মূল উদ্দেশ্যকৃষকদের সহায়তা করা
টাকার পরিমান2000 টাকা (বছরের ৬০০০ )
সর্বমোট কয়টি কিস্তি২০০০ টাকা করে, 3 কিস্তিতে

PM Kisan 21st Instalment টাকা পাবে না যে সমস্ত কৃষক ?

পিএম কিষান প্রকল্পে এমনও অনেক কৃষকের নাম নথিভুক্ত রয়েছে। যে সমস্ত কৃষকরা প্রকল্পের নিয়ম না মানার কারণে আগামী ২১ তম কিস্তির টাকা পাবে না। এই পিএম কিষান প্রকল্পের সুবিধা নিতে হলে। নথিভুক্ত থাকা প্রতিটা কৃষককে সবার প্রথমে ইকেওয়াইসি কমপ্লিট করাতে হবে।

আরো পড়ুন:- Amazon Pay ICICI Credit Card Apply ! অ্যামাজন ICICI ক্রেডিট কার্ড আবেদন 2025

তার সাথে যে ব্যাংক একাউন্টে প্রকল্পের টাকা বা সুবিধা নিতে চাই। সেই ব্যাংক একাউন্টে অবশ্যই আধার ডিবিডি লিংক থাকা বাধ্যতামূলক। এছাড়াও প্রতিটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্গ থাকা বাধ্যতামূলক। এগুলোর মধ্যে থেকে কোন একটা যদি বাঁধ চলে যায়, কোন কৃষকের ক্ষেত্রে। তাহলে ওই কৃষক আগামী ২১তম কিস্তির টাকা পাবে না।

পিএম কিষান প্রকল্পের নাম চেক করুন ?

পিএম কিষণ প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে কিনা। বা আপনি পিএম কিষণ প্রকল্পের নথিভুক্ত কৃষক কিনা। সেটা যদি জানতে চান বা দেখতে চান। তাহলে আপনাকে বিএনপি যেন প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েই দেখতে হবে। যদি আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে আপনার আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করেন। তাহলে খুব সহজেই জানতে পারবেন আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে কিনা।

PM Kisan 21st Instalment Release Date and Time?

পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ২১তম কিস্তির ২ হাজার টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে কবে ঢুকবে। এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি ডুবলিকেট পোস্টার বানিয়েও মানুষকে বিভ্রান্তি করেছে। তবে দেখুন পিএম কিষান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা গত আগস্ট মাসে দেওয়া হয়েছে।

আর এই বিএন কিষান প্রকল্পের ২১তম কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে কবে দেওয়া হবে। এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন সরকারি অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। বা প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত জানায়নি যে এই প্রকল্পের ২১তম কিস্তির দুই হাজার টাকা কবে দেওয়া হবে।

শেষের দিকে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে। আপনারা ফালতু বিভ্রান্ত হবেন না। কারণ প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পের ২১তম কিস্তির ২০০০ টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে অফিশিয়ালি কোন ঘোষণা করেনি। যখন প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। তখন প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল টুইটার হেন্ডেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে লক্ষ্য করুন বা ফলো করুন।

PM Kisan 21st Instalment – কৃষকদের টাকা দেবার তারিখ দেখুন

PM Kisan 21st Instalment Release Date and Time: প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের ২১ তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে দুই হাজার টাকা। এছাড়াও কোন কোন কৃষকরা এবারে ২১তম কিস্তির টাকা পাবে। সমস্ত তথ্যটাই আপনারা আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন।

Leave a Comment