Voter Correction Through Aadhaar ESign New Process 2025 :- ভোটার কার্ড অনলাইনে সংশোধন করাতে নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম। নতুন এই নিয়মেই আপনাকে করতে হবে ভোটার কার্ড সংশোধন। এখন আধার ওটিপির মাধ্যমে আপনাকে আপনার ভোটার কার্ড অনলাইন থেকে আপডেট করাতে হবে।
ভোটার কার্ড নিয়ে এমন একটি আপডেট এসেছে। হয়তো অনেকেই এখনো জানতে পারেনি। তবে চিন্তা নেই । এখন eSine এর মাধ্যমে অর্থাৎ আধার OTP দিয়ে ভোটার কার্ডের যাবতীয় কাজ করাতে হবে। আর সেটার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি শিখতে যদি চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন
বিষয় | বিবরণ |
---|---|
আজকের আপডেট | Voter Correction – আধার OTP -র মাধ্যমে ভোটার কার্ড সংশোধন পদ্ধতি |
আবেদন পদ্ধতি | অনলাইন /Online |
কত টাকা খরচ হবে | সম্পূর্ণ বিনামূল করতে পারবেন |
নতুন আপডেট | Voter Correction Through Aadhaar ESign |
Table of Contents
ভোটার কার্ড কেন সংশোধন করবেন ?
কোন ছোট জিনিস কি ছোট মনে করতে হয় না। আপনার ভোটার কার্ড একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টে যদি কোন কিছু ভুল থাকে। তাহলে সেটার জন্য আপনাকে পরবর্তী কোন সময় পস্তাতে হবে। কারণ ডকুমেন্ট ভুল তার মানে আপনি নিজেই ভুল।
আরো পড়ুন:- PM Kisan 21st Instalment – কৃষকদের টাকা দেবার তারিখ দেখুন!
আর সেই জন্য সরকার প্রতি নিয়তই প্রতিটা ডকুমেন্ট আপডেট করানোর প্রক্রিয়া চালিয়ে চলেছেন। আগে থেকেই অনলাইনে সংশোধন করা যেত বা এখনো যায়। তবে আগে ভোটার কার্ড সংশোধনের জন্য এপ্লাই করলে সরাসরি সাবমিট হয়ে যেত। কিন্তু এখন আধার ওটিপি নেবার পরে ফর্ম সাবমিট হবে।
ভোটার কার্ড যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই জন্য ভোটার কার্ড টিকে অবশ্যই যত্ন সহকারে সঠিকভাবে সুরক্ষিত রাখা আপনার নিজ দায়িত্ব। তাই ভোটার কার্ডে ভুল থাকলে অবশ্যই সেটি আপনি সংশোধন করে নেবেন। তবে চলুন নতুন পদ্ধতি আপনারা কিভাবে ভোটার কার্ড সংশোধন করবেন জেনে নেওয়া যাক।
ভোটার কার্ড সংশোধন করতে কত টাকা খরচ হবে ?
যদি আপনার ভোটার কার্ডে ভুল থাকে। তাহলে সেই ভোটার কার্ডটি সংশোধন করার জন্য একটিও টাকা খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার ভোটার কার্ড সংশোধন করাতে পারবেন। অনলাইন থেকেও সম্পূর্ণ বিনামূল্যে ভোটার কার্ড সংশোধন হবে। যদি আপনি অফলাইনের মাধ্যমে অর্থাৎ বি এল ও এর মাধ্যমে সংশোধন করান সেক্ষেত্র সম্পূর্ণ বিনামূল্য সংশোধন করাতে পারবেন।
অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক না কেন আপনি যদি আপনার ভোটার কার্ডে সংশোধন করেন তাহলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন। কারণ ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার কার্ড আবেদনের জন্য কোন টাকা পয়সা খরচ হয় না।
ভোটার কার্ড সংশোধনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে ?
যদি আপনি ভোটার কার্ডে সংশোধন করাতে চান তাহলে ঠিক কোন কোন ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে। তো দেখুন এক একটি কাজের এক এক রকম ডকুমেন্ট নির্ধারিত থাকে। যদি আপনি আপনার ভোটার কার্ডের নাম পরিবর্তন করেন তার জন্য আলাদা ডকুমেন্ট। যদি আপনি আপনার ভোটার কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করে তাহলে তার জন্য আলাদা ডকুমেন্ট।
আরো পড়ুন:- Amazon Pay ICICI Credit Card Apply ! অ্যামাজন ICICI ক্রেডিট কার্ড আবেদন 2025
যদি আপনি আপনার ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন তাহলে তার জন্য আলাদা ডকুমেন্ট। এইভাবেই ভোটার কার্ড আপডেট করার জন্য প্রতিটা কাদের জন্য আলাদা আলাদা ভাবে ডকুমেন্ট নির্ধারিত করা হয়েছে। আর এই ডকুমেন্টগুলোর নাম জানতে আপনারা অবশ্যই ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করুন।
Voter Correction Through Aadhaar ESign ?
১. প্রথমে আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। এখানে আপনি লগইন করে নিভেন।
২. যদি এই ওয়েবসাইট প্রথম এসে থাকেন। মানে এর আগে যদি আপনি রেজিস্টার না করে থাকেন। তাহলে আগে রেজিস্টার করে নিবেন। তার পরে লগইন করবেন।
৩. লগিন এর পরে 8 নম্বর ফর্ম এর ওপরে ক্লিক করবেন। এখন Other অপসন বেছে নিবেন। যে ভোটার কার্ড update করাতে চান সেই ভোটার কার্ড নম্বর বসিয়ে দিবেন।
৪. এর পরে সাবমিট করে দিবেন। আপনার তথ্য দেখিয়ে দিবে। দেখে নেবার পরে আপনি correction করাতে চান নাকি ট্রান্সফার করাতে চান সেটা বেছে নিবেন।
৫. কিছু তথ্য update করাতে হলে এখানে correction সিলেট করতে হবে। এর পরে আপনি আপনার সমস্ত ভোটার তথ্য দেখতে পাবেন। এগুলো দেখে নিবেন।
৬. এখন নিচের দিকে যাবেন। সেখান আপনি কি update করাতে চান সেটা সিলেট করে নিবেন। এর পরে যে গুলো update করাতে চাইছেন সেই সঠিক তথ্য গুলো দিয়ে ফর্ম ফিলিপ করে নিবেন।
৭. সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে জায়গার নাম ও ক্যাপচার বসিতে প্রিভিউ and সাবমিট এর ওপরে ক্লিক করবেন।
৮. এর পরে আপনার সামনে প্রিভিউ দেখাবে। সেখানে সব কিছু ঠিক থাকলে আপনি এপ্লিকেশন নম্বর কপি করে নিবেন।
৯. এখন আপনি eSinge and Submit অপসন এর ওপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের নতুন পেজে নিয়ে যাবে।
১০. এই নতুন পেজে আধার নম্বর বসিয়ে দিবেন। গেট otp তে ক্লিক করবেন। আধারে লিংক থাকা মোবাইলে otp যাবে। সেটা বসিয়ে সাবমিট করবেন।
১১. এখন আপনার এপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে। আপনাকে এপ্লিকেশন নম্বর দিবে। সেটা দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন।
Voter Correction – আধার OTP -র মাধ্যমে ভোটার কার্ড সংশোধন পদ্ধতি
Voter Correction Through Aadhaar ESign New Process 2025 :- ভোটার কার্ড অনলাইনে সংশোধন করাতে নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম। নতুন এই নিয়মেই আপনাকে করতে হবে ভোটার কার্ড সংশোধন। এখন আধার ওটিপির মাধ্যমে আপনাকে আপনার ভোটার কার্ড অনলাইন থেকে আপডেট করাতে হবে।